দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে।
বুধবার (৯ অক্টোবর) এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের আওতাধীন ‘স্ট্যাবলিশমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
তবে কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয়া হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি মহিউদ্দীন আহমেদ তালুকদার।
এর আগে ২০২২ সালে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ ফোনের আওতায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছিল।